এখন থেকে অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হতে যাচ্ছে। আমাদের ডিজিটাল জীবনে হোয়াটসঅ্যাপ এখন অপরিহার্য এক যোগাযোগমাধ্যম—অফিসের জরুরি ফাইল পাঠানো থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা, সবকিছুতেই এটি ব্যবহৃত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি বার্তা আদান-প্রদান হয় এই প্ল্যাটফর্মে।
সাম্প্রতিক সময়ে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনতে চলেছে, যার নাম ‘গেস্ট চ্যাট’। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপ ছাড়াই ব্যবহারকারীরা সরাসরি চ্যাট করতে পারবেন। ফলে অ্যাপ ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা আর থাকবে না। চ্যাট শুরু করতে কেবল একটি লিঙ্ক পাঠাতে হবে, এবং সেই লিঙ্ক থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি কথোপকথন চালানো যাবে।
সবচেয়ে আশার কথা হলো, এই চ্যাটেও থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যা মূল হোয়াটসঅ্যাপ অ্যাপের মতোই নিরাপত্তা নিশ্চিত করবে। অর্থাৎ অ্যাপ ছাড়াই ব্যবহারকারীর বার্তা সুরক্ষিত থাকবে।
তবে কিছু সীমাবদ্ধতা থাকছে। গেস্ট চ্যাটে ছবি, ভিডিও, জিফ, ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। একইভাবে কল বা গ্রুপ চ্যাট করার সুযোগও নেই। কেবলমাত্র টেক্সট মেসেজ বিনিময় করা সম্ভব হবে।
ওয়েবিটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার যুক্ত করার কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন।