হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন এক ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা মেটা এআইয়ের সঙ্গে রিয়েল টাইম ভয়েস চ্যাট করতে পারবেন। চ্যাটবটের সঙ্গে সহজে যোগাযোগের এই উপায়টি বর্তমানে আইওএস ২৫.২১.১০.৭৬ আপডেট ভার্সনে পাওয়া যাবে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বিস্তৃতভাবে চালু হবে। ব্যবহারকারীরা চ্যাট ট্যাবে থাকা ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে মেটা এআইয়ের সঙ্গে ভয়েস সেশন শুরু করতে পারবেন।
নতুন সেটিংস অনুযায়ী, মেটা এআই খোলার সময় স্বয়ংক্রিয়ভাবে ভয়েস চ্যাট শুরু করার সুযোগও থাকবে, যদিও এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। কিছু ব্যবহারকারী কল ট্যাব থেকেও সরাসরি মেটা এআইয়ের সঙ্গে ভয়েস কথোপকথন শুরু করতে পারবেন। আপডেট করা ইন্টারফেসে রয়েছে প্রম্পট সাজেশন, যা ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে কথোপকথন শুরু করতে সহায়তা করবে—বিশেষ করে যারা মেটা এআইকে কী বলবেন বা জিজ্ঞাসা করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন, তাদের জন্য এটি উপকারী হবে।
এছাড়া, টেক্সট ইনপুট এরিয়ার মধ্য থেকেই গ্যালারি বা ক্যামেরা থেকে ছবি সংযুক্ত ও শেয়ার করার সুবিধা থাকছে। ‘কোলাপস’ আইকনে ট্যাপ করলে ভয়েস চ্যাট ব্যাকগ্রাউন্ডে চালু থাকবে, ফলে ব্যবহারকারী অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও মেটা এআই কথা শুনতে ও প্রতিক্রিয়া জানাতে পারবে। এটি ওয়েব ব্রাউজিং বা নোট শোনার সময় ফোন কলের মতো নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেবে।
গোপনীয়তা রক্ষায় ব্যবহারকারীরা মাইক্রোফোন মিউট করতে পারবেন, কিংবা ক্লোজ বোতামে ট্যাপ করে বা টেক্সট চ্যাটে ফিরে গিয়ে ভয়েস সেশন শেষ করতে পারবেন। আইওএস ডিভাইসে মাইক্রোফোন সক্রিয় থাকলে স্ক্রিনের ওপরের ডানদিকে একটি কমলা বিন্দু দেখা যাবে—এটি অ্যাপলের সিস্টেম-লেভেলের গোপনীয়তা ফিচার, যা হোয়াটসঅ্যাপসহ কোনো অ্যাপ পরিবর্তন বা লুকাতে পারবে না।
টাইপ করার প্রয়োজনীয়তা দূর করায় এই নতুন ভয়েস চ্যাট ফিচার বিশেষভাবে সহায়ক হবে মাল্টিটাস্কিং, ড্রাইভিং বা গতিশীলতায় সমস্যাগ্রস্ত ব্যবহারকারীদের জন্য।