নাটকের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে ঘিরে সম্প্রতি সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে তার একটি পোস্ট থেকেই এ জল্পনার শুরু। অনেকেই ধারণা করেন, সাদাত শাফি নাবিল নামে এক তরুণের সঙ্গে মাহির সম্পর্ক শেষ হয়ে গেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
অবশেষে সেই গুঞ্জনের বিষয়ে নিজেই মুখ খুললেন মাহি। তিনি জানান, তাদের প্রেমের সম্পর্ক এখন কিছুটা চ্যালেঞ্জের মধ্যে থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো বিচ্ছেদ হয়নি। মাহির ভাষায়, “আমাদের সম্পর্ক ভেঙে যায়নি। আমি ইনস্টাগ্রামে বলেছি সম্পর্কের ‘ক্র্যাক ডাউন’, অর্থাৎ কিছুটা আপ-ডাউন চলছে। কিন্তু আমি কখনোই ব্রেকআপের কথা বলিনি।”
তিনি আরও বলেন, “হয়তো মানুষ আমাকে অনেক ভালোবাসে, না হয় একদমই বাসে না, তা না হলে এমন প্রতিক্রিয়া কেন হবে? আমি পরিষ্কার করে বলতে চাই—আমাদের বিচ্ছেদ হয়নি। বরং আমাকে ঘিরে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে, যা একেবারেই অনুচিত।”
উল্লেখ্য, এর আগেও সামিরা খান মাহি তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন। তবে প্রতিবারই তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন।