এক মাসের নবজাতক কন্যাকে কোলে নিয়ে পরীক্ষায় অংশ নিয়ে নজির গড়েছেন রাজশাহীর বাগমারার শামীমা আক্তার। সকল প্রতিকূলতা অতিক্রম করে তিনি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম। তার এ অসাধারণ সাফল্যের খবর ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান জানান, শামীমা আক্তারের সাফল্যে কলেজ গর্বিত এবং এই অর্জন কলেজের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে।
শামীমা আক্তার বাগমারার বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির মেয়ে। তিনি আব্দুর রাজ্জাকের স্ত্রী। চলতি বছরের ডিগ্রি পরীক্ষায় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি বিভাগে অংশগ্রহণ করে তিনি সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছেন।
এর আগেও তিনি অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে নিজের মেধার প্রমাণ রেখেছেন। ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।
শামীমা জানান, সংসার সামলানো ও সন্তান প্রতিপালনের পাশাপাশি তার অদম্য ইচ্ছাশক্তিই এই সাফল্যের মূল চাবিকাঠি। তার এই যাত্রা দেশের অন্য নারীদের জন্যও হতে পারে দারুণ অনুপ্রেরণা।