ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চললেও সম্প্রতি নতুন করে তোলপাড় তুলেছে একটি ভিডিও।
কিছুদিন আগে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি ভাইরাল হয়। এবার বুবলী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মা-ছেলের খুনসুটির একটি রিলস ভিডিও, যেখানে ক্যামেরার পেছনে ছিলেন শাকিব খান। ভিডিওতে দেখা যায়, শেহজাদকে নিয়ে বুবলীর মিষ্টি মুহূর্ত, আর সেই দৃশ্য ধারণ করছেন শাকিব নিজেই।
ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন— “লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে, কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।”
উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব ও বুবলী। তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। যদিও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে বেশ কিছু সময় পরে।