আজকাল ঘরে ইন্টারনেট সংযোগ থাকলে ওয়াই-ফাই রাউটার থাকা একেবারেই সাধারণ বিষয়। স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি—সবকিছুর জন্যই প্রয়োজন এই রাউটার। অনেকেই রাউটার সারাদিন চালিয়ে রাখেন, তবে মনে প্রশ্ন আসে—এতে আসলে বিদ্যুৎ বিল কত বাড়ে?
সহজ হিসাব করলে বিষয়টি স্পষ্ট হয়। বাড়িতে ব্যবহৃত সাধারণ রাউটারগুলো সাধারণত ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে। যদি ধরা হয় রাউটারটি ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার, তাহলে এর বিদ্যুৎ খরচ হয় ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট। এটি কিলোওয়াট-ঘণ্টায় রূপান্তর করলে দাঁড়ায় ০.০০৫৪ কিলোওয়াট ঘণ্টা (KWh)। অর্থাৎ এক ঘণ্টায় রাউটার খরচ করে মাত্র ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ।
বাংলাদেশে বিদ্যুতের দাম ইউনিট অনুযায়ী ধাপে ধাপে নির্ধারিত। যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬.৬৩ টাকা ধরা হয়, তাহলে এক ঘণ্টায় খরচ হবে ৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ৪ পয়সা। ২৪ ঘণ্টায় এই খরচ দাঁড়ায় প্রায় ৮৪ পয়সা, আর পুরো মাসে (৩০ দিন) হয় ২৫ টাকার কিছু বেশি।
অতএব, রাউটার মাসজুড়ে ২৪ ঘণ্টা চালিয়েও বিদ্যুৎ বিল গড়ে মাত্র ২৫ টাকা বাড়ে। অর্থাৎ, ইন্টারনেট ব্যবহারের এই সুবিধা উপভোগ করতে বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তার কিছুই নেই—নিশ্চিন্তে ব্যবহার করা যায়।