জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের ফার্স্ট লুক প্রকাশের ঘোষণা দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক।”
উল্লেখযোগ্য যে, এর আগে এই জনপ্রিয় ধারাবাহিকের চারটি সিজন সফলভাবে সম্প্রচারিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সিজনের শেষ পর্ব প্রচারিত হয় ২০২২ সালের শেষ দিকে। ধারাবাহিকটি দীর্ঘদিন বিরতিতে থাকায়, ভক্তদের মধ্যে নতুন সিজন নিয়ে ছিল প্রবল কৌতূহল। সামাজিক মাধ্যমে তারা নিয়মিতই জানতে চাইতেন— কবে আসবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব?
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাতা নিজেই জানালেন সুখবর। এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।