মাতৃত্বকালীন দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি, তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই নায়িকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকা অভিনয় করবেন অ্যাটলি পরিচালিত নতুন ছবি ‘AA22XA6’-এ। এই ছবিতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। জানা গেছে, ছবিটির শুটিং চলবে টানা ১০০ দিন এবং কাজ শুরু হবে আগামী নভেম্বর মাসে।
শুধু দীপিকা বা আল্লু অর্জুনই নন, এই ছবিতে আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। দর্শকদের জন্য ছবিতে থাকছে একাধিক চমক। বিশেষ করে দীপিকাকে দেখা যাবে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে, যা তার ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।
কাজের সময়সূচি নিয়েও কোনো জটিলতা হয়নি। মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। পরিচালক অ্যাটলি এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করছেন, ফলে কাজের পরিবেশ দীপিকার জন্য অনুকূল হয়ে উঠেছে।