বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালায় প্রথমবারের মতো কোনো ভারতীয় পুরুষ হিসেবে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ আয়োজিত এই আয়োজনে রাজকীয় ভঙ্গিতে রেড কার্পেটে পা রাখেন তিনি। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশায় বিশেষভাবে তৈরি পোশাকে দেখা যায় কিং খানকে। টাইম ম্যাগাজিন মঙ্গলবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শাহরুখ হাজির হন একটি ব্ল্যাক স্যুট, লম্বা কোট, হাতে স্টাইলিশ একটি লাঠি এবং গলায় নজরকাড়া স্টেটমেন্ট নেকপিস পরে। তার গলায় দেখা যায় একটি ‘K’ লকেট, যা তাঁর নামের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। হাতের ছড়িতে থাকা বাঘের মুখ এবং গলার অলংকার তার লুককে এক বিশেষ মাত্রায় পৌঁছে দেয়।
৫৯ বছর বয়সেও শাহরুখ খান নিজের স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে যেন রেড কার্পেটে আলো ছড়ালেন। এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন টেইলরিং ব্ল্যাক স্টাইল’। এই থিমকে মাথায় রেখেই সব্যসাচী নিখুঁতভাবে শাহরুখের পোশাক ও উপস্থিতি সাজিয়ে তোলেন। এক কথায়, কিং খানের উপস্থিতি মেট গালার মঞ্চে হয়ে উঠেছিল স্মরণীয় ও ঐতিহাসিক।