প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল জানাল, আগামী ৯ সেপ্টেম্বর উন্মোচন করা হবে নতুন মডেলের আইফোন। প্রতিবছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজেদের সদর দপ্তরে বিশেষ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। তবে বরাবরের মতোই নতুন আইফোনের বৈশিষ্ট্য ও প্রযুক্তি নিয়ে কোনো তথ্য আগে থেকে জানায়নি অ্যাপল।
বাজার বিশ্লেষকদের ধারণা, এবারের আয়োজনে শুধু নতুন আইফোন নয়, বরং অ্যাপল ওয়াচ, আইপ্যাড প্রো এবং ভিশন প্রো-এর নতুন সংস্করণও প্রকাশিত হতে পারে। একই সঙ্গে ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি সংযোজনের পরিকল্পনাও তুলে ধরতে পারে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি অঙ্গনের পাশাপাশি বিনিয়োগকারীদেরও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে এ ইভেন্ট ঘিরে। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে এআই প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করলেও অ্যাপল তুলনামূলকভাবে পিছিয়ে আছে। ফলে এবারের উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অ্যাপল হয়তো এবার নতুন আইফোনের একটি পাতলা সংস্করণ বাজারে আনবে, যার সম্ভাব্য নাম হতে পারে “iPhone Air”। এছাড়া ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এন্ট্রি-লেভেল ও হাই-এন্ড অ্যাপল ওয়াচ, উন্নত সংস্করণের আইপ্যাড প্রো এবং আরও দ্রুতগতির ভিশন প্রো হেডসেট উন্মোচন করা হতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটিতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী চার বছরে এ বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি ও উৎপাদনের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। মূলত চীন ও ভারত থেকে আমদানি করা পণ্যে শুল্ক আরোপ করায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র : রয়টার্স