ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘রাইজ অব ওয়ারিয়র্স’। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উত্তরা টিকেও বক্সিং একাডেমিতে আয়োজিত এই প্রতিযোগিতায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীর বক্সিংপ্রেমীরা উপভোগ করলেন এক ভিন্নধর্মী রোমাঞ্চকর টুর্নামেন্ট।
এর আগে গত মাসে একই ভেন্যুতে আয়োজন করা হয়েছিল টিকেও রাইজিং স্টার। তারই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো ১টি অ্যামেচার ও ৫টি প্রফেশনাল বাউট নিয়ে সাজানো ‘রাইজ অব ওয়ারিয়র্স’।
অ্যামেচার ক্যাটাগরিতে রাজশাহীর পুজ্জম কুমার ইম্তু তিন রাউন্ড শেষে ঢাকার মেহেদী হাসান হিমুকে হারান। প্রফেশনাল লড়াইয়ে ঢাকার শাওন এমরোজ অভিষেক ম্যাচে চার রাউন্ড শেষে রাজশাহীর রাসেল কবিরকে পরাজিত করেন। অপরদিকে ঢাকার অপরাজিত বক্সার হোসেন (৪-০-০) ছয় রাউন্ডের লড়াইয়ে রাজশাহীর ফজলে রাব্বী (১-০-০)-কে হারান। রাজশাহীর আবদুল হামিদ নূর কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ঢাকার হাসানুর রহমানকে হারান, ম্যাচটি গড়ায় পূর্ণ ছয় রাউন্ডে।
চতুর্থ প্রো বাউটে ঢাকার মো. রাকিব হোসেন (৩-০-০) রাজশাহীর সিরাজুল রাব্বী (২-০-০)-কে হারান। আর মূল আকর্ষণ মেইন ইভেন্টে, ঢাকার ইমন টোংচংগ্যা (৪-০-০) টানা আট রাউন্ডের রোমাঞ্চকর লড়াই শেষে রাজশাহীর পলাশ হোসেন (০-১-০)-এর বিপক্ষে জয় পান।
প্রতিটি ম্যাচে বক্সাররা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শন করেন। এই আয়োজনের মাধ্যমে কেবল খেলোয়াড়দের নয়, বরং বাংলাদেশি বক্সিংকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার স্বপ্নও প্রকাশ করেন আয়োজকরা। খেলোয়াড়রা জানান, প্রশিক্ষিত রেফারিদের তত্ত্বাবধানে প্রতিটি ম্যাচ পরিচালিত হয়েছে। পাশাপাশি ছিল মেডিকেল টিম, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক প্রটেকশন গিয়ার—যা ইভেন্টটিকে আরও মানসম্মত করেছে। প্রতিটি ম্যাচ শেষে বিজয়ী ও পরাজিত উভয়কেই মেডেল ও সনদ দিয়ে সম্মানিত করা হয়, যা খেলোয়াড়দের নতুন উচ্চতায় পৌঁছাতে প্রেরণা যোগায়।
আয়োজকরা জানান, Excel Sports Management ও Arena Promotion-এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের অনুমোদনে আয়োজিত এই টুর্নামেন্ট বাংলাদেশের প্রফেশনাল বক্সিংকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। টিকেও রাইজিং স্টার দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল, ‘রাইজ অব ওয়ারিয়র্স’ তা আরও এক ধাপ এগিয়ে নিল।