দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৩৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃতদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এবং আরেকজন বরিশাল বিভাগে ছিলেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৬ জন ঢাকা বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এর আগের দিন, রোববার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জন মারা যান। চলতি বছরে এ পর্যন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এ অবস্থায় চিকিৎসকরা সবাইকে সচেতন থাকার পাশাপাশি এডিস মশা দমন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছেন।