ফোন চার্জ দেওয়ার ঝামেলা এবার ইতিহাস হতে চলেছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বেটাভোল্ট (Betavolt) তৈরি করেছে এক অভিনব ব্যাটারি, যা একবার চার্জ দিলে চলবে পুরো ৫০ বছর! প্রতিষ্ঠানটির দাবি, কোনো ধরনের চার্জিং ছাড়াই এই ব্যাটারি দীর্ঘ সময় ধরে নিরবিচারে কাজ করতে সক্ষম।
বেটাভোল্ট জানায়, তারা তৈরি করেছে একটি পারমাণবিক ব্যাটারি, যার আকার একটি মুদ্রার চেয়েও ছোট। এর ভেতরে রয়েছে ৬৩টি আইসোটোপ, যা ব্যাটারির শক্তির উৎস হিসেবে কাজ করে। ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই এটি বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এই পরবর্তী প্রজন্মের ব্যাটারি শুধু স্মার্টফোনেই নয়, ব্যবহার করা যাবে আরও নানা ধরনের প্রযুক্তিপণ্যেও। এর মধ্যে রয়েছে মহাকাশযান, এআই-ভিত্তিক যন্ত্র, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ক্ষুদ্র ড্রোন এবং মাইক্রো-রোবট।
নিরাপত্তার দিক থেকেও এটি অত্যন্ত উন্নত। প্রচলিত ব্যাটারির তুলনায় এই পারমাণবিক ব্যাটারিতে আগুন লাগার কোনো ঝুঁকি নেই। এমনকি এটি উচ্চ তাপমাত্রাতেও নিরাপদ। যদিও এতে পারমাণবিক শক্তি ব্যবহার করা হচ্ছে, তবুও তেজস্ক্রিয়তার কোনো ক্ষতিকর প্রভাব নেই বলেই দাবি করছে বেটাভোল্ট।
প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মধ্যে এই ব্যাটারির বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে। প্রযুক্তি জগতে এটি এক বিশাল বিপ্লব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।