বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেনে অনীহা প্রকাশ করা প্রচলিত আইনের লঙ্ঘন। সম্প্রতি দেশের কিছু এলাকায় দেখা যাচ্ছে, অনেকেই ১ ও ২ টাকার কয়েন লেনদেন করতে অনিচ্ছা প্রকাশ করছেন। এ বিষয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগজের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ মুদ্রা হিসেবে গণ্য। তাই ১ ও ২ টাকার কয়েনসহ সব ধাতব মুদ্রা নগদ লেনদেনে গ্রহণ ও ব্যবহার করার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কয়েন লেনদেনে অস্বীকৃতি জানানো শুধু আইনের পরিপন্থী নয়, বরং তা দেশের মুদ্রা ব্যবস্থায় অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করে। সকলকে বৈধ মুদ্রা হিসেবে কয়েন ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।