বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মোট ৬৭ জন গাড়িচালক (Driver) পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৫ থেকে এবং আগ্রহী প্রার্থীরা ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। গ্রেড-১৬-এর জন্য হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড-১৫-এর জন্য ভারী ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন ফি ১০০ টাকা, যা আবেদন পোর্টালে নির্ধারিত মানি ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীর বয়স ১৩ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে পারবেন।