গত ২৬শে এপ্রিল, শনিবার, ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়ে গেল ৩৯তম ফোবানা সম্মেলন উপলক্ষে এক “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠান। ওয়াশিংটন মেট্রো এলাকার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আসন্ন ফোবানা সম্মেলন এ বছর অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টার আধুনিক Gas South Convention Center-এ। আয়োজনটি করবে বাংলা সংস্কৃতিকে ধারণকারী সংগঠন “বাংলাধারা”। হোস্ট কমিটির নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্মেলন বিষয়ে আলোকপাত করেন এবং উপস্থিত সবাইকে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনর জনাব নাহিদুল খান সহেল, সিনিয়র কো-কনভেনর জনাব কাজী নাহিদ, হোস্ট প্রেসিডেন্ট জনাব ডিউক খান এবং মেম্বার সেক্রেটারি জনাব মাহবুবুর ভুইয়া। তারা সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন, এটি হবে এক ভিন্ন মাত্রার আয়োজন।
অনুষ্ঠানে আরও অংশ নেন ওয়াশিংটনের সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলে মিলে আসন্ন ফোবানা সম্মেলনকে সফল করতে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার করেন।
ফোবানা নেতৃবৃন্দ জানান, এবারের সম্মেলনে থাকবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, প্রদর্শনী ও মিলনমেলা, যা প্রবাসে বাঙালির সংস্কৃতিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরবে। সম্মেলনের নিবন্ধন, থাকার ব্যবস্থা ও অন্যান্য তথ্য শীঘ্রই জানানো হবে।