ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আগামী ১৩-১৪ এপ্রিল দুই দিনব্যাপী বৈশাখী নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। আইইউবি থিয়েটারের এই আয়োজনে অংশ নিচ্ছে দেশের চারটি স্বনামধন্য নাট্যদল, যারা মঞ্চে তুলে ধরবে চারটি অসাধারণ নাট্য প্রযোজনা।
প্রথম দিন (১৩ এপ্রিল):
- সকাল ১১টায়: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’
- বিকেল ৪টায়: জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘দ্বিতীয় মৃত্যুর আগে’
দ্বিতীয় দিন (১৪ এপ্রিল):
- দুপুর ১টায়: তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’
- বিকেল ৪টায়: সামিনা লুৎফা নিত্রার ‘খনা’ (নির্দেশনা: মোহাম্মদ আলী হায়দার)
টিকিট ও অন্যান্য তথ্য:
প্রতি নাটকের টিকিটের মূল্য মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে আইইউবির DOSA অফিসের সামনে (গ্রাউন্ড ফ্লোরে) অথবা অনলাইনে (লিংক)। আরও তথ্যের জন্য যোগাযোগ: +8801307121767।
বিশেষ আকর্ষণ:
নাট্যোৎসবে অংশগ্রহণকারী দর্শকদের জন্য থাকছে র্যাফেল ড্রয়ের সুযোগ, যেখানে লাকি বিজয়ীরা পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার!