আগামী ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যলেক্সান্দ্রিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একাত্তর ফাউন্ডেশন আয়োজিত “ফল ফেস্টিভ্যাল ২০২৫”। এই বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা— আসিফ আকবর, দীথি আনোয়ার, আতিয়া আনিশা, তানিয়া আহমেদ, কাজী টি ইসলাম ও শোয়েব রহমান।
সরকারি শাটডাউনের কারণে পূর্ব নির্ধারিত ফোর্ট হান্ট পার্কে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে গ্লাসগো মিডল স্কুলে (ঠিকানা: 4101 Fairfax Pkwy, Alexandria, VA 22312)।
সাংস্কৃতিক এই উৎসবটি শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে রাত ৮টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানটি বিনামূল্যে (Free Entry) উপভোগ করা যাবে এবং দর্শকদের জন্য থাকবে ফ্রি পার্কিং সুবিধা।
বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা হিসেবে এই উৎসবটি হয়ে উঠবে আনন্দ ও সংস্কৃতির এক চমৎকার সমাবেশ। আয়োজনটি প্রবাসী কমিউনিটির মধ্যে এক নতুন উদ্দীপনা সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
এই উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে TVN24, TBN24, NRB TV, Channel i, Bangla Vision এবং আরও অনেকে।