বলিউডের বাদশাহ শাহরুখ খান মানেই শুধু পর্দায় জাদু নয়, অফস্ক্রিনেও তার রসবোধ ও বুদ্ধিদীপ্ত উত্তর ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি আয়োজিত ‘আস্ক এসআরকে’ সেশনে সেটির আরও এক প্রমাণ পাওয়া গেল। হাজারো প্রশ্নের ভিড়ে কিং খান একে একে দিলেন মজাদার ও চমকপ্রদ সব জবাব। তবে এর মাঝেই এক ভক্তের অবসর প্রসঙ্গ নিয়ে করা প্রশ্ন মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সেশনে উঠে আসে নানা প্রশ্ন— ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ছেলে আরিয়ান খানের নতুন সিরিজ পর্যন্ত। এক ভক্ত শাহরুখের কাঁধের চোটের খবর জানতে চাইলে তিনি রসিক ভঙ্গিতে লেখেন, ‘এত বছর ধরে স্টারডমের বোঝা খুব ভালোভাবে বহন করছি। হ্যাঁ, এখন আগের থেকে ভালো আছি। আমার শরীরের খবর নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
তবে সবচেয়ে আলোচিত হয় এক ভক্তের মন্তব্য— ‘ভাই, আপনার এখন বয়স হয়েছে, দয়া করে অবসর নিন। অন্যদের এগিয়ে আসতে দিন।’ এর জবাবে শাহরুখ খান তার স্বভাবসুলভ বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে লেখেন, ‘ভাই, যখন আপনার প্রশ্নের শৈশব শেষ হয়ে যাবে, তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন। ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ।’ তার এই জবাব মুহূর্তেই ভক্তদের মধ্যে হাস্যরস ছড়িয়ে দেয়।
অন্যদিকে, এক ভক্ত শাহরুখের কাছে আরিয়ান খানের পরিচালিত নতুন সিরিজের আপডেট জানতে চাইলে তিনি লেখেন, ‘এত মানুষ যখন জিজ্ঞাসা করছেন, তখন নেটফ্লিক্সকে এর উত্তর দিতেই হবে। ছেলে কাজ করে যাচ্ছে, আর বাবা কেবলই অপেক্ষা করছেন।’ এরপরই নেটফ্লিক্স তাদের অফিসিয়াল টুইটে লেখে, ‘ছেলের টিজার পোস্ট করার আগে বাবার অনুমতির প্রয়োজন ছিল। প্রথম লুক আগামীকালই আসছে।’
এই টুইট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শাহরুখ ভক্তদের মধ্যে বাড়তে থাকে উচ্ছ্বাস। পুরো সেশনজুড়ে শাহরুখ আবারও প্রমাণ করলেন কেন তাকে বলিউড বাদশাহ বলা হয়— অভিনয় কিংবা কথার জাদুতে তিনি সব সময়ই সবার থেকে আলাদা।