ভারত-পাকিস্তান চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বলিউড এবার ঝাঁপিয়ে পড়েছে সামরিক অভিযানভিত্তিক সিনেমা নির্মাণে। ভারতীয় সেনাবাহিনীর বাস্তব সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা। ৬ ও ৭ মে মধ্যরাতে পরিচালিত এ অভিযানের ওপর ভিত্তি করেই নির্মিত হবে চলচ্চিত্রটি। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১০ মে) এ খবর প্রকাশ করে।
প্রতিবেদনে জানানো হয়, বলিউডের অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিন্দুর’ নামে সিনেমার নাম রেজিস্ট্রেশন করেছে। নাম নিবন্ধনের ৪৮ ঘণ্টার মধ্যেই, নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার যৌথভাবে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। ৯ মে রাতেই সামাজিক মাধ্যমে পোস্টারটি উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত এক নারী সেনা সদস্য পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, হাতে রাইফেল এবং সিঁথিতে সিঁদুর দিতে দেখা যায় তাকে। পেছনে ট্যাংক, কাঁটাতারের বেড়া ও আকাশে উড়ন্ত যুদ্ধবিমান—সব মিলিয়ে এক যুদ্ধকালীন আবহ। পোস্টারের শীর্ষে জ্বলজ্বল করছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।
তবে বলিউডের এই তড়িঘড়ি পদক্ষেপের সমালোচনা করেছেন শিবসেনা (ইউবিটি) দলের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি এই উদ্যোগকে ‘সুযোগসন্ধানী’ আখ্যা দিয়ে বলিউডের বাণিজ্যিক উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছেন।
এই সিনেমা এখন শুধু যুদ্ধ-ভিত্তিক কনটেন্ট নয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক ও সমালোচকদের মধ্যে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক।