গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার দীর্ঘ ছয় বছর পর আবারও ফিরে এসেছে বিশ্বের সবচেয়ে বড় টেডি বিয়ার ‘সোনিতা’। বহুদিনের বিরতির পর সম্প্রতি ‘মি সোনা ফেস্ট ২০২৫’-এ জনসম্মুখে হাজির হয় এই বিশাল টেডি বিয়ারটি। মেক্সিকোর স্টেট অব মেক্সিকোর সোনাকাতলান শহরে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে শহরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। শনিবার থেকেই হাজারো দর্শনার্থী ভিড় জমাচ্ছেন সোনিতাকে এক নজর দেখতে।
প্রায় ১৯ মিটার লম্বা ও ১০ টন ওজনের সোনিতাকে দেখে মনে হয় যেন রূপকথার কোনো জীবন্ত চরিত্র। গোলাপি ব্লাউজ ও সাদা টুটু স্কার্ট পরা এই বিশাল টেডি বিয়ারটি শহরজুড়ে ছড়িয়ে দিয়েছে শৈশবের আনন্দময় স্মৃতি।
আইডিয়াস ফর মেক্সিকোর প্রতিষ্ঠাতা মার্কো আলানিস ২০১৯ সালে ৪১ জন নির্মাতা ও প্রায় দেড় শতাধিক কর্মী নিয়ে সোনিতাকে তৈরির কাজ শুরু করেন। টানা তিন মাসের প্রচেষ্টায় ২০১৯ সালের ২৮ এপ্রিল সম্পন্ন হয় এই সৃষ্টিকর্ম, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় বিশ্বের সবচেয়ে বড় টেডি বিয়ার হিসেবে। আজও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি— ছয় বছর পরও সোনিতা ধরে রেখেছে তার অদ্বিতীয় স্থান।