জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে ফিলিস্তিন দূতাবাস এ কৃতজ্ঞতা জানায়।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও অটল সংহতির প্রতিফলন ঘটায়। এ সিদ্ধান্ত আমাদের দুই জাতির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের দৃঢ় বন্ধনকে আরও একবার নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ বাংলাদেশ প্রায় চার বছর আগে প্রকাশ করেছিল। সে সময় প্রতিদ্বন্দ্বিতায় ছিল সাইপ্রাস। তবে সম্প্রতি ফিলিস্তিন একই পদে প্রার্থিতা জানালে বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। যদিও ফিলিস্তিন এ বিষয়ে পূর্বে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি, তবুও বাংলাদেশের এই সিদ্ধান্তকে কূটনৈতিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, ফিলিস্তিনের প্রার্থিতার প্রেক্ষিতে বাংলাদেশ এই মুহূর্তে তাদের জন্য পথ ছেড়ে দিলেও ভবিষ্যতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আগ্রহী থাকবে।