বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল জয় করলেন পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ ‘মানাসলু’। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি এই শৃঙ্গের চূড়ায় পৌঁছান।
গত ১ সেপ্টেম্বর মানাসলু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়েন তৌফিক। এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার তাকে জাতীয় পতাকা তুলে দেন।
তৌফিক আহমেদ দীর্ঘ ১৪ বছর ধরে দেশ-বিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত আছেন। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ইতোমধ্যে তিনি ৫ থেকে ৬ হাজার মিটার উচ্চতার সাতটি পর্বত এবং ৬৫০০ মিটার উঁচু দুটি শৃঙ্গ জয় করেছেন। তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে—প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয়, প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়, এবং গত বছর বিশ্বের অন্যতম কঠিন পর্বত মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয়।
উল্লেখ্য, ‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি নেপালের পশ্চিম-মধ্যাঞ্চলের মানসিরি হিমাল পর্বতমালায় অবস্থিত। সংস্কৃত শব্দ ‘মনসা’ থেকে নামকরণ করা হয়েছে মানাসলুর, যার অর্থ ‘বুদ্ধি’ বা ‘আত্মা’। তাই একে বলা হয় ‘আত্মার পর্বত’। প্রথমবার ১৯৫৬ সালের ৯ মে জাপানি পর্বতারোহী তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু এই শৃঙ্গ জয় করেন। তবে এরপর দীর্ঘ ১৫ বছর কেউ এই চূড়ায় উঠতে পারেননি। ১৯৭১ সালে আবারো জাপানি দল সফল হয়, আর ১৯৯৭ সালে মার্কিন পর্বতারোহীরাও এতে আরোহণ করেন। উচ্চতায় অষ্টম হলেও, প্রাণঘাতী পর্বতের তালিকায় মানাসলুর অবস্থান চতুর্থ।
বাংলাদেশি তৌফিক আহমেদের এই অর্জন নিঃসন্দেহে দেশের পর্বতারোহণ ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে যুক্ত হলো।