বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৪৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ‘সাইকোলজিস্ট’ পদে একজন কর্মী নিয়োগ করবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন-ভাতার পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
পদের বিস্তারিত:
‘সাইকোলজিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে ১ জনকে। আবেদনকারীর ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি অথবা সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি পেশাদার প্রশিক্ষণ থাকতে হবে। মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষতা এবং অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিটি হবে পূর্ণকালীন এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নেই। কর্মস্থল হবে কক্সবাজারের উখিয়ায়, অফিসভিত্তিক পরিবেশে। মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা:
সংস্থার নীতিমালা অনুযায়ী সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা এবং বছরে একটি উৎসব ভাতা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৪ অক্টোবর ২০২৫।