রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদে পড়লেন এক যুবক। ভারতের উত্তরাখণ্ডে নদীর ধারে গিয়েছিলেন তিনি, আর তখনই হঠাৎ নদীর পানির স্তর দ্রুত বেড়ে যায়। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে তিনি বৈদ্যুতিক খুঁটিতে উঠে বসেন এবং সারা রাত সেখানে ঝুলে থেকে অপেক্ষা করতে থাকেন। পরদিন সকালে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) তাকে উদ্ধার করে।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট ও গেঞ্জি পরে যুবকটি বিদ্যুতের খুঁটিতে শক্ত করে ধরে আছেন। খুঁটির নিচে প্রবল বেগে বয়ে চলছে উত্তাল নদীর স্রোত। সামান্য অসতর্ক হলেই মুহূর্তের মধ্যে ভেসে যাওয়ার আশঙ্কা ছিল।
জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ড্রোনের সাহায্যে তার কাছে একটি দড়ি পৌঁছে দেয়। সেই দড়ি ধরে ধীরে ধীরে উপরে উঠে আসতে সক্ষম হন যুবক। ঘটনাটি দেখে অনেকে শিউরে উঠেছেন এবং নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন।