৯৮তম অস্কার অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের জন্য জমা পড়েছে মোট পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো হলো—সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী এবং ময়না। এর মধ্যে বাড়ির নাম শাহানা মুক্তি পাচ্ছে আজ, আর সাবা মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি সিনেমাগুলো ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে এসেছে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এ মাসের শুরুতে চলচ্চিত্র আহ্বান করা হয়, যেখানে ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন। অস্কার কমিটির সভাপতি ও বিএফএফএস-এর সভাপতি জহিরুল ইসলাম জানান, জমা পড়া ছবিগুলো দেখার জন্য একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। তারা শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু করবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্তভাবে একটি সিনেমা বাছাই করে অস্কার কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
তিনি আরও জানান, চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। যেসব ছবি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে, তাদের মধ্য থেকে একটিকে বেছে নেওয়া হবে। আগামী ৩১ সেপ্টেম্বর অস্কারে সিনেমা পাঠানোর শেষ সময়। এরপর ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে শর্টলিস্টের তালিকা। পরে ঘোষণা করা হবে চূড়ান্তভাবে মনোনীত পাঁচটি সিনেমার নাম, যাদের মধ্যে একটি জয়ী হবে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কার। আগামী ১৫ মার্চ বসবে ৯৮তম অস্কারের জমকালো আসর।