বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ফেরেশতে’ দীর্ঘ অপেক্ষার পর আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে। তিন বছর ধরে প্রতীক্ষিত এই সিনেমাটিতে গান লিখেছেন কবি পিয়াস মজিদ।
‘ফেরেশতে’ সিনেমায় উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরের সংগ্রামী ও সাহসী চরিত্রগুলোর একটিতে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি নির্মাণের পর থেকেই প্রদর্শিত হয়েছে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪-এর উদ্বোধনী প্রদর্শনী এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে।
সিনেমার গানে যুক্ত হয়েছেন কবি পিয়াস মজিদ। যদিও এটি তার প্রথম চলচ্চিত্রে লেখা গান, তবে এর আগে তার লেখা গান পরিবেশন করেছেন পালবাশা সিদ্দিকসহ আরও অনেকেই। গানটির প্রথম দুই লাইন— ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে, তুমি পাইবা তোমার খোদা রে’। গানটি যৌথভাবে লিখেছেন নীহার আহমেদ। সুফি ও দেহতত্ত্বের আবহে রচিত এই গান গেয়েছেন বাংলাদেশের বেলাল খান এবং ইরানি শিল্পী মোনা আসকারি। সুর করেছেন বেলাল খান, সংগীত পরিচালনা করেছেন ফ্রান্সের ফুয়াদ হেজাজি।
ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদে কাজ করেছেন ফয়সাল ইফরান। অভিনয়ে আছেন জয়া আহসানের পাশাপাশি সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুরতাজা আতাশ জমজম। প্রযোজনার দায়িত্বে আছেন সুমন ফারুক, সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয়া আহসানও।