ঢাকাই সিনেমার স্বর্ণযুগের আইকনিক নায়িকা শাবানা দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরেছেন। তবে ফিরে এসেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেননি; বেশিরভাগ সময় কাটাচ্ছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায়, যা তার অনুপস্থিতিতে প্রায় খালি পড়ে থাকতো।
শাবানা সর্বশেষ দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে কিছু কাজ করতে চান। স্বামী ওয়াহিদ সাদিকও বলেছিলেন, অনুকূল পরিবেশ পেলে শাবানা প্রযোজনায় ফিরতে পারেন। কিন্তু সে ইচ্ছা পূরণ হয়নি, শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্রে। এর আগের দেশে আসা ছিল ২০১৭ সালে।
শাবানার অভিনয়জীবন শুরু শিশুশিল্পী হিসেবে, ষাটের দশকে নতুন সুর চলচ্চিত্রে। নায়িকা হিসেবে অভিষেক ঘটে চকোরী ছবিতে, যেখানে তার সহশিল্পী ছিলেন নাদিম। এরপর একে একে ঢাকাই সিনেমার সর্বোচ্চ জনপ্রিয়তার আসনে বসেন তিনি।
ক্যারিয়ারের শীর্ষ সময়েই হঠাৎ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাবানা। বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে। দেশে আসা হয় কেবল বিশেষ কিছু সময়ে। এবারের সফর তাই দীর্ঘ বিরতির পর আবারো স্বদেশে তার ফেরা।