বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হতে চলেছেন দর্শকরা। একসঙ্গে একই ফ্রেমে দেখা যাবে তিন খান— শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। আর এই ঐতিহাসিক মিলন সম্ভব হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের হাত ধরেই। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।
শুটিং সেট থেকে তোলা সেই ছবিতে দেখা যায় একটি প্রসাধনী ভ্যান, যার গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। অনেকে মন্তব্য করেন— “বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?”
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’–এ একসঙ্গে দেখা যাবে এই তিন সুপারস্টারকে। সিরিজটির ঝলকেই ইতিমধ্যেই ধরা পড়েছেন সালমান, রয়েছেন শাহরুখও। ফলে আমিরের উপস্থিতি নিয়েও প্রায় নিশ্চিত ভক্তরা।
উল্লেখ্য, গত বছর আমির খান নিজেই তিন জনকে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি জানান— “আমিই প্রথম বলেছিলাম, আমরা তিন জন যদি একসঙ্গে একটি ছবি না করি তবে খুব খারাপ হবে। শাহরুখ ও সালমানও এতে রাজি হয়েছিলেন। সত্যিই আমাদের তিন জনের একসঙ্গে কাজ করা উচিত। তবে এর জন্য একটি ভালো গল্প ও চিত্রনাট্যের অপেক্ষা করতে হবে।”