গরমের দিনে ফ্যানের ওপর নির্ভরতা যেমন বাড়ছে, তেমনি মাস শেষে বিদ্যুৎ বিলও অনেকের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন ব্যবহৃত একটি ফ্যান আসলে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করে, তা সহজ একটি হিসাবের মাধ্যমেই জানা সম্ভব।
সাধারণভাবে একটি সিলিং ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। ধরুন, আপনি প্রতিদিন ১০ ঘণ্টা একটি ৭০ ওয়াটের ফ্যান ব্যবহার করেন। সেক্ষেত্রে প্রতিদিন খরচ হবে: ৭০ ওয়াট × ১০ ঘণ্টা = ৭০০ ওয়াট = ০.৭ কিলোওয়াট (১ কিলোওয়াট = ১০০০ ওয়াট)। যদি প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা, তাহলে প্রতিদিন ফ্যান চালাতে খরচ হবে: ০.৭ × ৭.৫০ = ৫ টাকা ২৫ পয়সা।
এভাবে মাসে (৩০ দিন ধরে) খরচ দাঁড়াবে: ৫.২৫ × ৩০ = ১৫৭ টাকা ৫০ পয়সা। আর যদি ফ্যানটি ১০০ ওয়াটের হয়, তবে মাসিক খরচ হবে প্রায় ২২৫ টাকা। বর্তমানে বাজারে অনেক কম ওয়াটের ফ্যান পাওয়া যায়, যেগুলো তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ করে, ফলে বিদ্যুৎ বিলও কম আসে।