মেসেজ পাঠানোর পাশাপাশি এখন হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও গ্রহণের সুযোগ এসেছে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ‘হোয়াটসঅ্যাপ পে’। এর মাধ্যমে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই অর্থ লেনদেন করা যাবে। সহজভাবে বলতে গেলে, যেভাবে কারও কাছে মেসেজ পাঠান, সেভাবেই টাকা পাঠানো যাবে।
কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে হোয়াটসঅ্যাপের Payments অপশনে গিয়ে ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে। এরপর ইউপিআই আইডি ও পিন সেট করুন। টাকা পাঠাতে চাইলে যার কাছে পাঠাবেন তার চ্যাট খুলে Payment অপশন চাপুন, পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন। টাকা পেতে হলে গ্রহীতারও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করা থাকতে হবে, এবং টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
নিরাপত্তা ও সুবিধা
হোয়াটসঅ্যাপ পে ব্যবহারে আপনার ইউপিআই পিন কেবল আপনিই জানেন, এবং সব লেনদেনই এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকে—যেমন আপনার মেসেজগুলো থাকে। এই সহজ ফিচারটি দৈনন্দিন অর্থ লেনদেনকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করে তুলতে পারে, বিশেষ করে যেহেতু এটি আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত চ্যাট অ্যাপের ভেতরেই পাওয়া যাচ্ছে।
প্রথমে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবাটি ইতোমধ্যেই ভারতের ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র সীমাবদ্ধতা তুলে নেওয়ায় এখন আরও বেশি মানুষের জন্য এটি উন্মুক্ত হয়েছে।