দীর্ঘ নয় বছর পর পর্দায় একসঙ্গে ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। সোমবার (৪ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ। অনুষ্ঠানজুড়ে ছিল হাসি-ঠাট্টা, খুনসুটি আর স্মৃতিচারণ। দেব-শুভশ্রী আবার একসঙ্গে মঞ্চে হাজির হওয়ায় দর্শকদের মাঝে উচ্ছ্বাসের শেষ ছিল না।
সিনেমাটি নিয়ে দেব বলেন, “আজ একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা। ‘ধূমকেতু’ ছবির কাজ শুরু হয়েছিল প্রায় দশ বছর আগে। আমরা ছবিটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু দর্শকরা তা মনে রেখেছেন, আগলে রেখেছেন। তাই তাদের সম্মান জানাতেই আজকের এই আয়োজন।”
এমন একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে দেব-শুভশ্রী একসঙ্গে থাকলেও অভিনেত্রীর স্বামী, জনপ্রিয় পরিচালক ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তী সেখানে উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে রাজ বলেন, “আমার অনেক মিটিং ছিল। তাছাড়া, আমি তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই। আমি একজন তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে নয় যে আমাকে উপস্থিত থাকতে হবে।”
রাজ আরও বলেন, “দেব-শুভশ্রীর পুনর্মিলনের চেয়েও বড় ঘটনা হচ্ছে ‘ধূমকেতু’র মুক্তি। দীর্ঘ সময় পর একটা সফল জুটি আবার পর্দায় ফিরছে, এটাই গুরুত্বপূর্ণ। তারা পুরোনো বন্ধুত্ব মনে রেখেছে কি না, সেটা আমি জানি না। তবে তারা তাদের দায়িত্বের জায়গা থেকে ভালো কিছু উপহার দিতে চাইছে। এটিই স্বাভাবিক।”
প্রাক্তন-বর্তমান প্রসঙ্গে রাজ চক্রবর্তীর বক্তব্য ছিল আরও পরিণত ও সম্মানজনক। তিনি বলেন, “দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আজ আমার স্ত্রী। প্রত্যেক মানুষেরই একটা ‘অতীত’ থাকে। সেটা নিয়ে যদি কেউ কথা বলে, আপনার কি ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। অতীত মানেই শুধু দুঃখ নয়, সেখানে অনেক ইতিবাচক স্মৃতিও থাকে। সেই অতীতেরই একটি সুন্দর বহিঃপ্রকাশ ছিল সোমবারের অনুষ্ঠান। আমি একে সম্মান করি, ঈর্ষা নয়।”
উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হওয়া ‘ধূমকেতু’ সিনেমার কাজ শেষ হয় ২০১৫ সালে। তবে নানা জটিলতার কারণে ছবিটি আর মুক্তি পায়নি। অবশেষে দীর্ঘ নয় বছর পর, এই ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেব-শুভশ্রী জুটির শেষ কাজ ‘ধূমকেতু’, যা টলিউডের ইতিহাসে এক আবেগঘন মুহূর্ত হিসেবে জায়গা করে নিচ্ছে।