বহুল প্রতীক্ষিত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই মুক্তি পাচ্ছে একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত এই কমেডি ঘরানার সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি—যাদের নিয়ে এক জমকালো অভিনেত্রীদের সমাবেশ ঘটেছে।
‘মহানগর’-এর ওসি হারুন থেকে শুরু করে ‘মোবারকনামা’-র মোবারক—সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে মোশাররফ করিমের পারফরম্যান্স বরাবরই দর্শকদের মন কাড়ে। এবার তিনি হাজির হচ্ছেন একদম নতুন এক রূপে—ট্রাক চালক আব্বাস। চরিত্রটি নিয়ে তিনি নিজেই বলেছেন, “অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হওয়া। আমার বিশ্বাস, দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে।”
সিরিজে রুনা খান অভিনয় করেছেন এক আত্মবিশ্বাসী ও গরম মেজাজের নারীর চরিত্রে—যা তার আগের কাজগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। তানজিকা আমিনের চরিত্রটি বাস্তব জীবনের তার বিপরীত, যেখানে তিনি একজন বিপরীতধর্মী নারী হিসেবে হাজির হবেন। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়াল হিসেবে, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
এছাড়াও, সাদিয়া আয়মান অভিনয় করেছেন এক চঞ্চল ও ছটফটে তরুণীর ভূমিকায়। জুই করিম আসছেন সম্পূর্ণ নতুন আঙ্গিকে, যা দর্শকদের জন্য চমক হতে পারে। ফারহানা হামিদের চরিত্রে থাকবে সংযম, আবেগ ও নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শককে স্পর্শ করবে। পাশাপাশি নতুন মুখ হিসেবে অদিতি ও বৃষ্টির উপস্থিতি সিরিজে নতুন এক প্রাণসঞ্চার করবে।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “‘বোহেমিয়ান ঘোড়া’-তে ট্রাক চালক আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহের ভার সামলান, সেই জটিলতা কৌতুকের আবহে তুলে ধরা হয়েছে। আছে রোড অ্যাডভেঞ্চার, বাস্তবতা আর আবেগের সংমিশ্রণ।” তিনি আরও জানান, পুরো কাস্ট এবং টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এখন শুধু অপেক্ষা, দর্শকদের কাছে ‘বোহেমিয়ান ঘোড়া’ পৌঁছানোর।