পার্থ, অস্ট্রেলিয়া, [১১.৫.২০২৫]: চাকমা সম্প্রদায়ের হয়েও বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা থেকে অস্ট্রেলিয়ার পার্থে বসবাসরত আন্তর্জাতিক শিক্ষার্থী প্লেটো খিসা প্রকাশ করেছেন তাঁর প্রথম বাংলা গান “চিজি বাংলা গান”। প্লেটো খীসা এপ্রিল এর ২৩ তারিখ তার নিজস্ব ইউটুব চ্যানেল “Plato Khisa Official” এ গানটি প্রকাশ করে। প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে প্রবাসী বাংলাদেশি ও বহুভাষিক শিল্পানুরাগীদের মধ্যে।
প্লেটো বর্তমানে পার্থে পড়াশোনা এবং ফুল-টাইম চাকরির পাশাপাশি সঙ্গীত চর্চা করছেন। তিনি মূলত বাংলা ভাষার প্রতি মমত্ববোধ থেকে তাঁর প্রথম বাংলা গানটি রচনা করেছেন।
গানটি শুনতে: https://youtu.be/s5z9DkEE9ao?si=Tnzu-zo5BNTXu9EI এই লিংক এ ক্লিক করুন।
ইউটুব চ্যানেল: www.youtube.com/@PlatoKhisaOfficial