বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রতিদিনই লক্ষাধিক বার্তা, ছবি, ভিডিও ও ফাইল আদান-প্রদান হয়। ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা আরও দ্রুত ও সহজ করতে মেটা নিয়মিতই নতুন নতুন ফিচার যুক্ত করছে। এবার হোয়াটসঅ্যাপে আসছে ‘কুইক রিক্যাপ’ নামের একটি নতুন এআই-চালিত ফিচার, যা ব্যবহারকারীদের সময় বাঁচাতে দারুণ সহায়ক হবে।
নতুন ফিচারে কী সুবিধা?
‘কুইক রিক্যাপ’ ফিচার ব্যবহার করে একাধিক চ্যাটের অপঠিত (আনরিড) মেসেজের সংক্ষিপ্তসার একসঙ্গে দেখা যাবে। এতে করে ব্যবহারকারীকে আর প্রতিটি চ্যাট আলাদাভাবে খুলে পড়তে হবে না। বিশেষ করে যারা ব্যস্ততায় হোয়াটসঅ্যাপ চেক করার সময় পান না, তাদের জন্য এটি খুবই কার্যকর।
কীভাবে এটি কাজ করবে?
এই ফিচারে ব্যবহারকারী সর্বোচ্চ ৫টি চ্যাট নির্বাচন করতে পারবেন। এরপর উপরের ডান পাশে থাকা থ্রি-ডট মেনু থেকে ‘Quick Recap’ অপশনটি বেছে নিতে হবে। মাত্র কয়েক সেকেন্ডেই মেসেজগুলোর সংক্ষিপ্তসার স্ক্রিনে চলে আসবে। এটি প্রাইভেট ও গ্রুপ— উভয় ধরনের চ্যাটেই কাজ করবে।
গোপনীয়তা থাকবে কীভাবে?
মেটা জানিয়েছে, এই ফিচার তাদের নিজস্ব Private Processing প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে। অর্থাৎ, ব্যবহারকারীর মেসেজ মেটা বা হোয়াটসঅ্যাপের সার্ভারে ‘রিডেবল’ ফরম্যাটে যাবে না। সব তথ্য থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। তবে যেসব চ্যাট Advanced Chat Privacy দ্বারা সুরক্ষিত, সেগুলো এই ফিচারে অন্তর্ভুক্ত হবে না।
কোথায় পাওয়া যাচ্ছে এই ফিচারটি?
বর্তমানে ‘কুইক রিক্যাপ’ ফিচারটি বিটা পর্যায়ে রয়েছে এবং অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২১.১২-তে যুক্ত করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই বিটা ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। তবে মূল ভার্সনে এটি কবে আসবে, সে বিষয়ে এখনো মেটা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ব্যস্ত জীবনযাপনে সময় বাঁচাতে হোয়াটসঅ্যাপের এই ‘Quick Recap’ হতে পারে এক যুগান্তকারী সংযোজন। এতে মেসেজ দেখা যেমন সহজ হবে, তেমনি গোপনীয়তাও নিশ্চিত থাকবে।