হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে এক নতুন ও চমকপ্রদ ফিচার—মেসেজ অনুবাদ সুবিধা। ভাষাগত বাধা দূর করতে এই উদ্যোগ নিয়েছে মেটা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ৬টি এবং আইফোনে ১৯টি ভাষায় এই সুবিধা চালু হবে। ধাপে ধাপে যুক্ত করা হবে আরও ভাষা। মেটার এক ব্লগপোস্টে বলা হয়, নতুন এই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখবে, কারণ অনুবাদ হবে সরাসরি ডিভাইসে। এতে ব্যবহারকারীর তথ্য হোয়াটসঅ্যাপ সার্ভারে সংরক্ষিত হবে না।
যে কোনো মেসেজে চাপ দিয়ে ধরে রাখলেই দেখা যাবে ‘Translate’ অপশন। এরপর পছন্দের ভাষা বেছে নিলেই অনুবাদ দেখা যাবে। অনুবাদের জন্য প্রয়োজনীয় ভাষার ফাইল ডিভাইসে আগে থেকেই ডাউনলোড হয়ে থাকবে, ফলে অফলাইনেও কাজ করবে এই ফিচার। এতে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের নিরাপত্তা অক্ষুণ্ন থাকবে।
এই সুবিধা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট এমনকি চ্যানেল আপডেটেও কাজ করবে। কোনো আলাদা সেটআপের প্রয়োজন হবে না। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন। এতে ভবিষ্যতের সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।
তবে এখনো সব ডিভাইসে ফিচারটি আসেনি। ধাপে ধাপে এটি চালু করা হচ্ছে। এজন্য ব্যবহারকারীদের অ্যাপ সর্বশেষ সংস্করণে হালনাগাদ রাখা জরুরি। পুরোনো ডিভাইসে রিয়েল-টাইম অনুবাদে কিছু সমস্যা হতে পারে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ফিচারটি শুধু মোবাইল ফোনে পাওয়া যাবে। ডেস্কটপ বা ওয়েব সংস্করণের জন্য এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা।