এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর তাই আজকের ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্য নিয়ে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ বনাম হংকং চায়নার এই গুরুত্বপূর্ণ লড়াই।
সর্বশেষ ম্যাচের একাদশে কিছু পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়র। গোলপোস্টের দায়িত্বে রয়েছেন নির্ভরযোগ্য মিতুল মারমা।
রক্ষণভাগে থাকছেন তপু বর্মণ, শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন এবং জায়ান আহমেদ—যিনি আজ খেলবেন লেফট উইঙ্গার হিসেবে। মাঝমাঠে কোচের ভরসা হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম এবং সোহেল রানা সিনিয়র। আর আক্রমণভাগে দলের ভরসা একমাত্র ফরোয়ার্ড রাকিব হোসেন।
বাংলাদেশের শুরুর একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম, সোহেল রানা (সিনিয়র) ও রাকিব হোসেন।