বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল ওয়ালেট (গুগল পে)। গুগল, সিটি ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল প্ল্যাটফর্ম দেশের গ্রাহকদের জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, নিরাপদ ও আধুনিক লেনদেন ব্যবস্থার সুযোগ তৈরি করেছে।
বৈশ্বিক লেনদেনের সুবিধা
এখন বাংলাদেশের ব্যবহারকারীরা সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে বিশ্বের যেকোনো এনএফসি-সাপোর্টেড পস টার্মিনালে লেনদেন করতে পারবেন। ফলে বিদেশ ভ্রমণ বা আন্তর্জাতিক পেমেন্ট হবে আরও সহজ ও নিরবচ্ছিন্ন।
ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীদের জন্য সহায়ক
বিশ্ববাজারে কাজ করা ফ্রিল্যান্সার, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য গুগল ওয়ালেট একটি কার্যকর মাধ্যম হয়ে উঠবে। সাবস্ক্রিপশন ফি পরিশোধ, পণ্য বা সেবার মূল্য দেওয়া এবং রেমিট্যান্স গ্রহণ—সবই হবে সহজ, দ্রুত ও ঝামেলাহীন।
ট্যাপ-টু-পে প্রযুক্তি
এই অ্যাপের মাধ্যমে এনএফসি চালু করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেই পেমেন্ট করা যাবে। পেমেন্টের জন্য আর আলাদা কার্ড বহনের প্রয়োজন নেই। ফোনটি কেবল টার্মিনালে স্পর্শ করলেই তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন সম্ভব হবে।
উন্নত নিরাপত্তা ও এনক্রিপশন
ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় গুগল ওয়ালেট ব্যবহার করছে টোকেনাইজেশন ও উন্নত এনক্রিপশন প্রযুক্তি। এতে কার্ড নম্বর কোথাও সংরক্ষিত থাকে না এবং ফোন হারিয়ে গেলেও ‘Find My Device’ এর মাধ্যমে ওয়ালেট দ্রুত ব্লক করা সম্ভব।
স্বচ্ছ ও ফি-বিহীন লেনদেন
গুগল ওয়ালেট ব্যবহারে আলাদাভাবে কোনো ফি নেওয়া হচ্ছে না। স্থানীয় লেনদেনে অতিরিক্ত খরচ নেই। তবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের চার্জ প্রযোজ্য হতে পারে।
বহুমাত্রিক ব্যবহার
গুগল ওয়ালেট শুধু পেমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে এতে যুক্ত হবে ট্রানজিট পাস, বোর্ডিং পাস, ইভেন্ট বা সিনেমার টিকিট, ইউটিউব প্রিমিয়ামের মতো ডিজিটাল সাবস্ক্রিপশন পরিষেবা।
বিবেচ্য বিষয়
বড় অঙ্কের লেনদেন, বিশেষ করে ৫ হাজার টাকার বেশি হলে, পিন কোড প্রয়োজন হতে পারে। এছাড়া কিছু ফিচারের জন্য ইন্টারনেট সংযোগ দরকার হতে পারে। বর্তমানে গুগল ওয়ালেট শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের জন্য উন্মুক্ত। এতে এখনো QR পেমেন্ট অপশন (যেমন বিকাশ, নগদ, রকেট) সংযুক্ত হয়নি।
ব্যবহার শুরু করার ধাপ
প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে NFC চালু করতে হবে। তারপর গুগল প্লে স্টোর থেকে Google Wallet অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। নিরাপত্তার জন্য পিন বা বায়োমেট্রিক সুরক্ষা চালু করলেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহার শুরু করা যাবে।
গুগল ওয়ালেটের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন একটি মাত্রা। এটি শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং স্মার্ট, নিরাপদ ও আন্তর্জাতিক মানের আর্থিক লেনদেন ব্যবস্থার এক নতুন দিগন্ত।