বিয়ের পর দুজন মানুষ একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার করেন। তবে প্রতিদিনের জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা মতের অমিল থেকে অনেক সময় শুরু হয় ঝগড়া। এসব ঝগড়া যদি সময়মতো সামলানো না যায়, তাহলে সম্পর্কে তৈরি হয় দূরত্ব। তাই ঝগড়ার মূল কারণগুলো আগে থেকেই বুঝে নেওয়া জরুরি। নিচে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার ১০টি সাধারণ কারণ তুলে ধরা হলো—
১. বোঝাপড়ার ঘাটতি
অনেক সময় আমরা ধরে নিই, সঙ্গী নিশ্চয়ই বুঝে নেবেন আমি কী চাই। কিন্তু না বললে সেটা বোঝা সম্ভব হয় না। যেমন, স্ত্রী আশা করেন স্বামী তার দিনের খবর নেবেন; কিন্তু স্বামী হয়তো ভেবে নেন স্ত্রী একা সময় কাটাতে চাইছেন। এ ধরনের ভুল বোঝাবুঝি থেকেই জন্ম নেয় ক্ষোভ।
২. টাকার হিসাব নিয়ে টানাপোড়েন
দুজনের আয়-ব্যয়ের অভ্যাস ভিন্ন হলে সমস্যা তৈরি হয়। কেউ খরচ করতে ভালোবাসেন, কেউ সঞ্চয়ের পক্ষে থাকেন। কে কী খাতে খরচ করবেন, তা নিয়েও দ্বন্দ্ব হয়। একপক্ষ বারবার ছাড় দিলে সেটা একসময় বড় রাগে রূপ নেয়।
৩. সময় না দেওয়া
ব্যস্ততা থাকলেও সম্পর্কে সময় দেওয়া জরুরি। প্রতিদিন অন্তত কিছুটা সময় একসঙ্গে কাটালে সম্পর্ক অনেক মজবুত হয়।
৪. সন্দেহ আর ঈর্ষা
সঙ্গীর সাফল্যে খুশি না হয়ে ঈর্ষা তৈরি হলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। আবার বিপরীত লিঙ্গের বন্ধুকে নিয়ে সন্দেহ জন্ম নিলে বিশ্বাসের ভাঙন দেখা দেয়।
৫. শারীরিক দূরত্ব
দাম্পত্য জীবনে শারীরিক ঘনিষ্ঠতা গুরুত্বপূর্ণ। যদি একজন আগ্রহী থাকেন, কিন্তু অন্যজন মানসিক চাপ বা ক্লান্তির কারণে দূরে সরে যান, তাহলে ধীরে ধীরে সম্পর্কে ফাঁক তৈরি হয়।
৬. দায়িত্ব ভাগাভাগিতে অসাম্য
যদি একজন সব কাজ করেন আর অন্যজন শুধু দেখেন, তবে সমস্যা হবেই। সংসারের দায়িত্ব, কাজ এবং সিদ্ধান্ত—সব কিছুতেই সমান অংশগ্রহণ জরুরি।
৭. ভবিষ্যৎ পরিকল্পনায় মতের অমিল
সন্তান নেওয়া, কোথায় থাকবেন, ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত—এসব বিষয়ে মতের অমিল থাকলে অশান্তি তৈরি হয়। বোঝাপড়ার অভাব হলে দূরত্ব বাড়ে।
৮. বাইরের লোকের হস্তক্ষেপ
পরিবার বা বন্ধুদের হস্তক্ষেপ অনেক সময় সমস্যাকে জটিল করে তোলে। দাম্পত্যের সমস্যা দুজনের মধ্যেই সমাধান করা সবচেয়ে ভালো।
৯. ব্যক্তিত্বের পার্থক্য
একজন অন্তর্মুখী আরেকজন প্রাণবন্ত হলে ভিন্নতা স্বাভাবিক। তবে একে অপরকে সম্মান না করলে বা বদলাতে চাপ দিলে দ্বন্দ্ব শুরু হয়। পারস্পরিক সম্মানই সবচেয়ে জরুরি।
১০. পুরোনো ঝগড়ার রেশ
আগের ঝগড়ার সমাধান না হলে ক্ষোভ জমতে থাকে। এতে ছোট বিষয় থেকেও বড় সমস্যা তৈরি হতে পারে। তাই ঝগড়া হলে দ্রুত মিটিয়ে ফেলা উচিত।
সবশেষে বলা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়। তবে কেন ঝগড়া হচ্ছে, তা বুঝে নিলে সমাধানও পাওয়া সম্ভব। সম্পর্ক মানে শুধু সুখের সময় নয়, কঠিন সময়েও একসঙ্গে থাকার অঙ্গীকার।