ঢাকাই সিনেমার রূপালি পর্দার অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব খান এবার পেলেন ক্যারিয়ারের এক অনন্য স্বীকৃতি। ২৫ বছর ধরে ঢালিউড শাসনের গৌরবময় যাত্রায় যুক্ত হলো নতুন পালক। সম্প্রতি তিনি পেয়েছেন বিশেষ সম্মাননা ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’। এই সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে ভক্তদের উদ্দেশে জানালেন হৃদয়ছোঁয়া বার্তা এবং শেয়ার করলেন নিজের সাফল্যের পেছনের গল্প।
গত ৭ সেপ্টেম্বর দেশীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টার আয়োজন করেছিল এ বিশেষ অনুষ্ঠান। তবে যুক্তরাষ্ট্র সফরে থাকায় সেদিন উপস্থিত থাকতে পারেননি শাকিব খান। সম্প্রতি দেশে ফেরার পর তিনি ব্যক্তিগতভাবে গিয়ে এই সম্মাননা গ্রহণ করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে শাকিব খান লেখেন, “চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না।”