চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর মামলায় তাঁর মা নীলা চৌধুরী দায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক শুনানি শেষে আগামী ২০ অক্টোবর রায়ের দিন ধার্য করেছেন। এদিন সালমান শাহর মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওবায়দুল্লাহ।
আইনজীবী ওবায়দুল্লাহ সাংবাদিকদের জানান, “আমরা মামলার কিছু গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনার অনুরোধ জানিয়ে রিভিশন আবেদন করেছিলাম। আজ শুনানি শেষ হয়েছে। আমরা আশাবাদী—আদালত রিভিশন মঞ্জুর করবেন এবং মামলাটি পুনঃতদন্তে যাবে।” শুনানির দিন আদালতপাড়ায় সালমান শাহর ভক্তরা তাঁর ‘হত্যার বিচার’ দাবিতে মানববন্ধন করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ ফ্ল্যাটে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)। তাঁর মৃত্যুর পর প্রথমে বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি অভিযোগটি হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান।
তদন্তে সিআইডি ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দিয়ে জানায়—সালমান শাহ আত্মহত্যা করেছেন। কিন্তু তাঁর পরিবার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের দাবি জানায়। পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্ত, র্যাব ও পিবিআই—সব সংস্থাই একাধিকবার তদন্ত করলেও কোনো হত্যার প্রমাণ পাওয়া যায়নি।
শেষবার পিবিআই ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয়—ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের কারণে মানসিক চাপে পড়ে সালমান শাহ আত্মহত্যা করেন। তবে তাঁর মা নীলা চৌধুরী এই প্রতিবেদনের বিরোধিতা করে ১১ জনের নাম উল্লেখ করে নতুন অভিযোগ তোলেন, যারা তাঁর ছেলের মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে দাবি করেন।
২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর সালমান শাহর পরিবারের পক্ষ থেকে আবারও কিছু বিষয়ে আপত্তি জানিয়ে দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়, যার শুনানি এখন সম্পন্ন হয়েছে এবং রায় ঘোষণা হবে চলতি মাসের ২০ অক্টোবর।