অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয়। তিনি প্রায়ই সমাজের বিভিন্ন অসংগতি ও সংকট নিয়ে কথা বলেন। সম্প্রতি তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন, যা তার অনুসারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টের শুরুতে খায়রুল বাসার লেখেন, “এই দেশটা এক অনন্য শত্রুর দেশ! দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল, ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পিছনে নাচি, মরি, কাটাকাটি করি! দলাদলি করে মরেন, আপনাকে নিয়ে রাজনীতি হবে, হুঁশিয়ারি হবে! রাজনৈতিক স্বার্থের বাইরে কিছুই ঠিক হবে না!”
এরপর তিনি আক্ষেপ করে বলেন, “দলের বাইরে সাধারণ পেশাজীবী মানুষ, একজন ডাক্তার, শিক্ষক, বা সাংবাদিক হিসেবে মরেন, আপনাকে নিয়ে কারও হুঁশিয়ারি নেই! কেউ বলে না মানুষ মরছে, এভাবে মানুষ মারা চলবে না…।”
সবশেষে খায়রুল বাসার তার হতাশা ব্যক্ত করে লেখেন, “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি…।”