উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বর্ষার মৌসুমেও দেখা মিলেছে ঘন কুয়াশার। বুধবার (২৩ জুলাই) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল সকাল ৬টাতেও। বর্তমানে দিনের বেলায় জেলায় তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতের বেলায় ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা সহিদ আলী জানান, “গত ৪০-৫০ বছরেও শ্রাবণের এই সময় ঘন কুয়াশা দেখিনি। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে ঘন কুয়াশায় ঢাকা, রাস্তা-ঘাট কিছুই স্পষ্ট দেখা যায় না।” তিনি আরও বলেন, “আমাদের পূর্বপুরুষদের থেকে শুনেছি, শ্রাবণে কুয়াশা দেখা গেলে বৃষ্টিপাত কমে যায়। এখন তো সত্যিই বৃষ্টির অভাব, ঠিকমতো রোপা আমন রোপণ করাও যাচ্ছে না।”
এদিকে জেলা শহরের এক ইজিবাইক চালক শাহিন ইসলাম বলেন, “সকালে বের হয়েই দেখি চারপাশ কুয়াশায় ঢেকে আছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে, অথচ গরমও কমেনি। এমন দৃশ্য আগে বর্ষাকালে কখনও দেখিনি।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, “রাতের তাপমাত্রা কমে যাওয়ায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় এ কুয়াশা তৈরি হয়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল প্রায় ৭-৮ ডিগ্রি, যার কারণে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণায় রূপ নেয়, এবং তা-ই কুয়াশা হিসেবে দেখা যাচ্ছে।”