জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ১৮ জুলাই, শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই দিন দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাবেন ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে, যা ৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
এই উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল ফোন অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। গত ৯ জুলাই অপারেটরদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়, যা ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা পূরণে এই ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হচ্ছে। এটি শুধু একটি স্মারক দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ জনগণের ডিজিটাল সংযুক্তি বাড়াতেও সহায়ক ভূমিকা রাখবে।
ফ্রি ইন্টারনেট যেভাবে পাবেন:
গ্রামীণফোন (GP): 1211807#
রবি (Robi): 41807#
বাংলালিংক (Banglalink): 1211807#
টেলিটক (Teletalk): 1111807#
এই নম্বরগুলোতে ডায়াল করলেই গ্রাহকরা ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।