বিশ্বজুড়ে গর্বের খবর বয়ে এনেছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। তিনি মনোনীত হয়েছেন শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ (International Children’s Peace Prize 2025)–এর জন্য। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন পেয়েছেন তিনি।
সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন (KidsRights Foundation) প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার রক্ষায় অসাধারণ ভূমিকা রাখা তরুণদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। এই বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সুদীপ্ত দেবনাথ, যা দেশের জন্য এক বিশাল সম্মান।
গত তিন বছর ধরে তিনি উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। বাল্যবিয়ে, শিশুশ্রম এবং শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে তিনি গ্রামীণ ও অনলাইন—উভয় পর্যায়ে সচেতনতা গড়ে তুলেছেন। তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং অনেক পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।
সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, ডিজিটাল ক্যাম্পেইন ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণার মাধ্যমে শিশু অধিকার বিষয়ে হাজারো মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন, যেখানে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন,
“আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, আর ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে চাই।”
বাংলাদেশের তরুণ প্রজন্মের সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন সুদীপ্ত দেবনাথ। তার এই অর্জন দেশের গর্ব এবং অনুপ্রেরণার প্রতীক।