চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার-পরবর্তী আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সোমবার (১৯ মে) সন্ধ্যায় সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু স্বাক্ষরিত এক সংবাদ–বিজ্ঞপ্তিতে শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্যোগ, সামাজিক সংকট বা জাতীয় প্রয়োজন—প্রতিটি ক্ষেত্রেই অভিনয়শিল্পীরা যেভাবে এগিয়ে আসেন তা অনস্বীকার্য; তাই তাদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়। সম্প্রতি কয়েকজন শিল্পীর বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেপ্তার, মামলা ও হামলার যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো শুধু ব্যক্তিজীবন নয়—শিল্পীদের পরিবার, পেশাগত পরিবেশ ও সামাজিক অবস্থানেও নেতিবাচক প্রভাব ফেলছে। সংগঠনটি দাবি করেছে, শিল্পীদের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এসব বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, যা তারা কঠোরভাবে নিন্দা করছে এবং দ্রুত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চাচ্ছে।
অভিনয়শিল্পী সংঘ আরও জানিয়েছে, তারা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, তবে সেই আইন যেন সবার প্রতি সমানভাবে প্রযোজ্য হয়—এটাই তাদের প্রার্থনা। সংগঠনটি সরকারের কাছে ন্যায়বিচার, বৈষম্যহীন পদক্ষেপ ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।