শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তিনি জানান, এ বিষয়ে বৈঠকে উভয় পক্ষ একমত হয়েছে।
পররাষ্ট্রসচিব আরও জানান, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছেন। বৈঠকে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবহন যোগাযোগ উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া নিয়েও আলোচনা হয়।
ঢাকা দ্রুত অনিষ্পত্তি ইস্যুগুলোর সমাধানের ওপর জোর দিয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব। তিনি আরও বলেন, একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া, বাংলাদেশের অর্থ ফেরত প্রদান এবং আটকে থাকা পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
এছাড়া, আগামী ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও জানান মো. জসীম উদ্দিন।