শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে সিনেপ্রেমীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্পকে ঘিরে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র, যেখানে মূখ্য ভূমিকায় দেখা যাবে ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে। ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়ে ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় সামাজিক মাধ্যমে একযোগে উন্মোচন করা হয় ছবিটির প্রথম পোস্টার। পরিচালক, শাকিব খান ও অন্যান্য কলাকুশলীরা একসঙ্গে পোস্টারটি প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং দর্শক মহলে সৃষ্টি করে তুমুল সাড়া।
নিজের ফেসবুকে পোস্টার শেয়ার করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লিখেছেন, “প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ—‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এক শহরের গল্প, যেখানে মেলে তার কিংবদন্তি।”
অন্যদিকে, শাকিব খান পোস্টার প্রকাশ করে লিখেছেন, “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে।”
পোস্টারে দেখা যায় অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র, যার দুই হাতে উঁচু করে ধরা পিস্তল। চারপাশে লেখা ঢাকা শহরের বিভিন্ন এলাকার নাম—বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুর। আর নিচে বড় অক্ষরে লেখা রয়েছে: “মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।”
ইতিমধ্যেই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে এবং নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা, তবে এখনো তাদের নাম ঘোষণা করা হয়নি।