দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পে নির্মিত হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’। এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ভক্তরা জানতে চান—এবার কেমন লুকে হাজির হবেন শাকিব খান। অভিনেতা নিজেও ভক্তদের আগাম ইঙ্গিত দিয়েছেন নতুন ও ভিন্নরূপের।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ‘সোলজার’-এর শুটিং। এর আগে, ৩ অক্টোবর সম্পন্ন হয়েছে সিনেমাটির ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশুট।
এদিকে শনিবার (৪ অক্টোবর) শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও—শিরোনাম ‘পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে সোলজার?’। প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদ তুলে ধরেন তার ভাবনা ও পরিকল্পনা।
তিনি বলেন, “আমরা ‘সোলজার’-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা এমন একটি গল্প বলার চেষ্টা করছি যা দেশপ্রেমের আবেগে ভরপুর।”
নির্মাতা আরও বলেন, “আমরা চাই শাকিব খান দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন—যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি এই সিনেমায় ফুটে উঠবে।”
সাকিব ফাহাদের ভাষায়, গত তিন-চার বছরে দর্শকরা যেভাবে শাকিব খানকে দেখেছেন, এবার ‘সোলজার’-এ তারা পাবেন এক সম্পূর্ণ নতুন রূপে। টিমের লক্ষ্য, তাকে আধুনিক উপস্থাপনা ও গল্পনির্ভর চরিত্রে আন্তর্জাতিক মানে তুলে ধরা।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ছবিটি ঈদ উপলক্ষে নয়, বরং ভিন্ন সময়ে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’, যা কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে আরও দুটি আলোচিত প্রজেক্ট—‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ এবং ‘সোলজার’।