কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়লেন ভারতীয় মডেল রুচি গুজ্জার। তবে কেবল পোশাক বা সাজসজ্জা নয়, সবার দৃষ্টি কেড়েছে তার গলায় ঝুলতে থাকা এক বিশেষ লকেট—যেটিতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। রুচির এই ব্যতিক্রমী ফ্যাশন নির্বাচনে উৎসবে উপস্থিত অনেকে যেমন বিস্মিত হয়েছেন, তেমনি অনেকে মনে করছেন এটি রাজনৈতিক বার্তা বহন করছে।
চলচ্চিত্রভিত্তিক হলেও কান উৎসবে অংশগ্রহণকারীরা তাঁদের পোশাক ও উপস্থাপনার মাধ্যমে নিজস্বতা প্রকাশ করে থাকেন। সে ধারাবাহিকতায় রুচি গুজ্জারও নিজের পরিচিতিকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি উৎসবে অংশ নেন সোনালী রঙের একটি লেহেঙ্গা পরে, সঙ্গে ছিল কুন্দনের গহনা এবং লেহেঙ্গার সঙ্গে মানানসই মাথার ওড়না। তবে সাজের মূল আকর্ষণ ছিল গলায় ঝুলানো মোদির ছবি সংবলিত লকেটটি, যা দর্শক এবং মিডিয়ার মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
এই ঘটনা সামাজিক মাধ্যমে এবং সংবাদমাধ্যমে আলোচনার ঝড় তোলে। কেউ কেউ রুচির এই উপস্থাপনাকে মোদির প্রতি সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। অতীতে মোদির প্রতি সমর্থন জানিয়ে অনেক মডেল ও অভিনেতা-অভিনেত্রী নানা প্রকাশভঙ্গি দেখালেও লকেটে মোদির ছবি প্রদর্শনের ঘটনাকে অনেকে বিরল বলে মন্তব্য করেছেন।
এই ব্যতিক্রমী উপস্থিতি প্রথমে নজর কাড়লেও এখন তা সামাজিক ও রাজনৈতিক ব্যাখ্যার দিকে মোড় নিচ্ছে, যা কান উৎসবের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ-১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস